ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম ফকির ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মাহবুবুল আলম ফকির এবং তার পুত্র ইসমত দোহা মিঠুসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগে যৌতুক আইনে মামলা হয়েছে।

১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে পুত্রবধূ হালিমা খাতুন বাদী হয়ে গত ১৯ নভেম্বর এই মামলা দায়ের করেন। এখনও কোনও আসামি গ্রেফতার হয়নি। এদিকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন হালিমা।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, আসামিদের কেউ কেউ জামিনে আছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার বাদী হালিমা খাতুন জানান, ২০১৭ সালে মাহবুবুল আলম ফকিরের পুত্র ইসমত দোহা মিঠুর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। তাদের ঘরে নয় মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই ১০ লাখ টাকার যৌতুক দাবি করে মিঠু ও তার পরিবারের সদস্যরা হালিমাকে মারধরসহ নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। গত ১১ সেপ্টেম্বর স্বামী মিঠু মারধরের পর হালিমাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এ নিয়ে একাধিক দেন-দরবার হলেও সুরাহা না হওয়ায় মুক্তাগাছায় থানায় মামলা করেন হালিমা। এই মামলার অপর আসামিরা হলেন হালিমার ভাসুর মেজবাহ উদ্দিন ও তার মা শরিফা আক্তার লিলি।