পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগ নেতা বহিষ্কার

জামালপুরের ইসলামপুর পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এসএম জাহাঙ্গীর আলমকে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনি কর্মকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে উপজেলা প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে তাদের বহিষ্কার করা হয়। পরে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি ইসলামপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ‘জগ’ প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলমসহ তার আপন চাচা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলামকে সংগঠনের গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা মোতাবেক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান মেয়র আব্দুল কাদের শেখ। কিন্তু দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম বিদ্রোহী প্রার্থী হন।