স্ত্রীর যৌতুকের মামলায় স্বামীর কারাদণ্ড

যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় স্বামীর দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম আলী আহমেদ এই রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সুলতান মাহমুদ জনি (৩৩)। তিনি জামালপুর শহরের ইকবালপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকরাম হোসেন জানান, ২০১৪ সালের ১৪ এপ্রিল জনির সঙ্গে মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের জাহাঙ্গীর আলম স্বপনের মেয়ে শারমিন আক্তার সন্ধ্যার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর পরিবারের লোকজন পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য সন্ধ্যাকে চাপ দিতে থাকেন। দরিদ্র পিতার যৌতুক দেওয়ার সামর্থ্য নেই জানালে ২০১৯ সালের ৯ অক্টোবর সন্ধ্যাকে মেরে বাড়ি থেকে বের করে দেন জনি। পরদিন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি ১৩ অক্টোবর জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। সেই মামলার ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে জনি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই শাস্তি দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আকরাম হোসেন। বিবাদীপক্ষে মামলা ছিলেন অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ।