ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, সংবাদকর্মীসহ নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সংবাদকর্মীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। নিহতরা হলেন চন্দন রায় (৫৬) ও আবুল কাশেম (৩২)।

নিহত চন্দন রায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাগিচাপাড়া গ্রামের বিশ্বেশ্বর রায়ের ছেলে। অপর নিহত আবুল কাশেম দুর্গাপুরের বংশীপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে।

শনিবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও চন্দনের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সিটি করপোরেশনের শাহাবুদ্দিন মিলনায়তনে 'ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় যোগ দেন চন্দন। পরে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ময়মনসিংহ ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, বিকালে ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি গাছতলা বাজারে পৌঁছালে একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চন্দন প্রাণ হারান। এ ঘটনায় আহত অপর একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এদিকে সংবাদকর্মী চন্দন রায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার কর্মস্থল দূর্গাপুর প্রেসক্লাবসহ উপজেলার সর্বস্থরের সাধারণ মানুষের মধ্যে। সংবাদকর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হান্নান রঞ্জন, সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, দৈনিক আমাদের সময়ের নেত্রকোনা জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম বিপ্লব, কলমাকান্দা উপজেলা প্রতিনিধি ওবায়দুলসহ অন্যরা।