বাংলাদেশের মতো ধর্মপ্রাণ মানুষ সারা বিশ্বে নেই: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান  বলেছেন, ‘বাংলাদেশের মানুষ যত ধর্মপ্রাণ, এত ধর্মপ্রাণ মানুষ সারা বিশ্বের কোনও দেশে নাই।

শুক্রবার (১২ মার্চ) বিকালে ইসলামপুর

উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের চার তলা অ্যাকাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমার ধর্ম ইসলাম, আমি আমার মতো করে পালন করবো। হিন্দুরা তাদের মতো করে তাদের  ধর্ম পালন করবে। খ্রিষ্টান আছে,বৌদ্ধ আছে তারা তাদের মতো করে ধর্ম পালন করছে। কারণ, যখন এদেশ স্বাধীন হয়, তখন সবার রক্তের বিনিময়েই কিন্তু এ দেশ স্বাধীন হয়েছে। শুধু ইসলাম ধর্মাবলম্বীদের রক্তের বিনিমিয়ে এদেশ স্বাধীন হয়রি।’

অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন—  ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাছের বাবুল, ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখ, গাইবান্ধা ইউপির চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামানসহ আরও অনেকে।