ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকিউল হাসান ওরফে উদয় নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রবিবার (১৪ মার্চ) জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আকরাম হোসেন জানান, মামলার বিবরণ অনুযায়ী ওই কিশোরীকে তার জ্যাঠাতো ভাই ২০১৫ সালের ৩ এপ্রিল রাতে প্রথম বিয়ের কথা বলে ধর্ষণ করে।  এক পর্যায়ে পেটে সন্তান এলে শেরপুর ডক্টস্ হাসপাতালে নিয়ে গিয়ে ১৪ আগস্ট ২০১৫ গর্ভপাত করায় । তবে গর্ভপাত সঠিকভাবে না হওয়ায় এখনও শারীরিক অসুস্থতা আছে বাদীর। এরপর তাকে বিয়ে করতে অস্বীকার করায় তিনি আদালতে মামলা করেন। আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

মামলায় আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মোকাম্মেল হক।