বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রবিবার (১৪মার্চ) দুপুরে জামালপুর দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৬ সালে ২৪ ফেব্রুয়ারি জামালপুর সদরের শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলা গ্রামে ৮০ বছর বয়সী বৃদ্ধ ইমান আলীকে তার দ্বিতীয় ছেলে মো. সবুজ মিয়া জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এসময় ঈমান আলী তাতে অসম্মত হলে তাকে মারধর করে গুরুতর আহত করে ছেলে সবুজ। হাসপাতালে নেওয়ার পথে ইমান আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় ইমান আলীর অপর ছেলে মো. বাদল মিয়া তার ভাই সবুজকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন আজ এ আদেশ দেন।

মামলায় আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) ছিলেন অ্যাডভোকেট মো. আশরাফুল হোসাইন (সোহাগ)।