শেরপুরের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় শেরপুরের সব পর্যটনকেন্দ্র দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পবিার (১ এপ্রিল) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে বলে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ ও আইডি থেকে জানানো হয়।

শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম জানান, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জনসমাগম বন্ধে শহরের ডিসি উদ্যান, অর্কিড পর্যটন কেন্দ্র, ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্র, নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কসহ জেলার সব পর্যটনকেন্দ্রের জন্য সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত ৩১ মার্চ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৫৮ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত।

এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, ভারতের সীমান্তবর্তী পাহাড়ি জেলা শেরপুরে পর্যটনকেন্দ্র থাকার কারণে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণপিপাসুরা এখানে ঘুরতে আসেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে জেলার মানুষদের করোনা থেকে মুক্ত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।