শ্রীবরদীতে আগুনে পুড়ে ২০ দোকান ভস্মীভূত

শেরপুরের শ্রীবরদীতে আগুনে পুড়ে ২০টি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কর্ণঝোড়া মধ্যবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে প্রায় অর্ধকোটি টাকা।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, লকডাউন আর রমজানের কারণে দুপুরে কর্ণঝোড়া মধ্যবাজারে লোকজন ছিল একেবারেই কম। হঠাৎ স্থানীয় ব্যবসায়ী সোলায়মানের লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এসময় দোকান বন্ধ থাকায় কেউ দোকানে ঢুকতে পারেনি। পরে ওই দোকানের আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এদিন আগুনের লেলিহান শিখায় সার, বীজ, মোবাইল ফোন, মনোহারী, মুদি, টেইলার্স, চাল-ডাল ও লেপ-তোশকের অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফুর রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের নামের তালিকা করা হয়েছে।