পামওয়েল মিশিয়ে সরিষা তেল তৈরি!

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পামওয়েল মিশিয়ে সরিষা তেল তৈরি করার অভিযোগে দুই ওয়েল মিলকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হোসেনপুর বাজারের পিয়ার হোসেন ওয়েল মিল ও ইব্রাহিম ওয়েল মিলে পামওয়েল মিশিয়ে তৈরি করা হতো সরিষার তেল। পরে ভেজাল এই তেলকে খাঁটি সরিষার তেল বলে বিক্রি করা হতো বাজারে। এমন তথ্য পাওয়ার পর বুধবার দুপুরে মিল দুটিতে অভিযান চালানো হয়। অভিযানে ভেজাল সরিষার তেল উৎপাদন এবং এর সঙ্গে পামওয়েল মিশ্রণ, সংরক্ষণ ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার ভেজাল সরিষা তেল তৈরি, সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে দুটি ওয়েল মিলকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে পিয়ার হোসেন ওয়েল মিলের মালিক পিয়ার হোসেনকে ২০ হাজার টাকা ও ইব্রাহিম ওয়েল মিলের মালিক মো. ইব্রাহিম মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।