ময়মনসিংহে আগুনে পুড়লো ১০ ঘর

ময়মনসিংহ মহানগরীর হাজী কাশেম আলী কলেজের পেছনে ইসলামবাগ নামাপাড়ায় আগুন লেগে কমপক্ষে ১০টি ঘর পুড়ে গেছে।

শনিবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার সুবহান মিয়ার ঘরে আগুন লেগে দ্রুত পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের চার ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, সন্ধ্যার পর সুবহান মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ওসি।

নাহিদ নামের স্থানীয় একজন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলেও রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করতে দেরি হয়। এতে বেশকিছু ঘর আগুনে পুড়ে গেছে।