ময়মনসিংহ মেডিক্যালে কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে একদিনে পাঁচ করোনা রোগীসহ ১৫ জন মারা গেছেন। সোমবার (১৯ জুলাই) এ তথ্য জানানো হয়। এরআগে, রবিবার (১৮ জুলাই) করোনা ইউনিটে ২০ জন রোগীর মৃত্যু হয়। যা এখন পর্যন্ত হাসপাতালে সর্বোচ্চ মৃত্যু। 

২৪ ঘণ্টায় করোনা নিয়ে ময়মনসিংহের চার ও টাঙ্গাইলের এক রোগী মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে নেত্রকোনার তিন, ময়মনসিংহের ছয় এবং শেরপুরের একজন রোগী মারা গেছেন। 

১৫ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৮৯ জন এবং আইসিইউতে ২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৯২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭২টি নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর শতকরা হার ১১ দশমিক ৩২। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১১ হাজার ৭৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন আট হাজার ৩৮৪ জন।