বাগবিতণ্ডার জেরে মসজিদে তালা, সংঘর্ষে আহত ৫

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দ্রপাড়ার উত্তরপাড়া জামে মসজিদে প্রধান ফটকে তালা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত মসজিদ কমিটির সভাপতি মাহবুবুল আলম (৬৫), স্থানীয় খালেকুজ্জামান (৩৪) ও জুয়েল রানাকে (২৮) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

বুধবার (২১জুলাই) দুপুরে জোহরের নামাজের আগ মুহূর্তে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ। 

তিনি বলেন, সকালে জামে মসজিদে ঈদুল আজহার নামাজ পড়াকে কেন্দ্র করে মসজিদ কমিটির সভাপতি মাহবুবুল আলম ও প্রতিবেশী শফিকুল ইসলাম শফিকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে ঈদ জামাতের পর একটি পক্ষ মসজিদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। মসজিদ কমিটির সভাপতি মাহবুবুল আলমসহ স্থানীয় মুসুল্লিরা দুপুরে জোহরের নামাজ পড়তে গিয়ে দেখেন প্রধান ফটকে তালা ঝোলানো। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত হয় পাঁচ জন। 

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি।

কেন্দুয়া থানার এসআই আনিসুর রহমান বলেন, বুধবার বিকাল চারটার সময় ঘটনাস্থলে গিয়ে মসজিদে তালা ঝোলানো অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয়দের ডেকে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করি। কিন্তু তালা ঝোলানোর বিষয়ে একটি পক্ষ অপর পক্ষকে দায়ী করেছে। পরে মসজিদের প্রধান ফটকের তালা খুলে দিয়ে থানায় চলে আসি। এখন পর্যন্ত কেউ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেননি বলে জানান তিনি।