পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে খাদে ইউএনওর গাড়ি

ময়মনসিংহের গফরগাঁওয়ে পথচারী ও গরুর প্রাণ বাঁচাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তাজুল ইসলামের গাড়ি খাদে পড়ে গেছে।

সোমবার (২৬ জুলাই) সকাল ৯টায় গফরগাঁও উপজেলা সদরের পাশে পাচুয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। ইউএনও তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাসভবন থেকে গাড়ি বের করে তেল আনার জন্য পাম্পে যাচ্ছিলেন খসরু মিয়া।  ৯টার দিকে সড়কের উপর দাঁড়িয়ে থাকা গরু ও কয়েকজনকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে নামিয়ে দেন। এতে খসরু মিয়া হাতে ব্যথা পান। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ইউএনও বলেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা গরু কিছুটা আঘাত পেয়েছে। পরে স্থানীয় প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গিয়ে গরুর চিকিৎসা দেওয়া হয়েছে।