ময়মনসিংহ মেডিক্যালে ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আট জন করোনা পজিটিভ এবং বাকি আট জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।  

করোনা পজিটিভ হয়ে মৃতরা হচ্ছেন– ময়মনসিংহ সদরের আব্দুল আউয়াল (৭২), নুরুল হুদা (৬৫), ফুলপুরের রহিমা (৫০), হালুয়াঘাটের নরেশ চন্দ্র (৯৬), গফরগাঁওয়ের মনির (৫০), নেত্রকোনার সদরের হামিদা (৮৫), আব্দুল আজিজ (৭০) ও টাঙ্গাইলের কালিহাতির হাবিবুল্লাহ (৫৮)।

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন– ময়মনসিংহের মুক্তাগাছার শামসুল হক (৬৫), গৌরীপুরের শামসুদ্দিন (৭০), ঈশ্বরগঞ্জের সুফিয়া (৭০), গৌরীপুরের মোতালেব (৬০), ফুলবাড়িয়ার শকুন্তলা (৫০), জামালপুর সদরের কাছিম উদ্দিন (৭০), শেরপুরের ঝিনাইগাতির আব্দুর রহমান (৭৮) ও কিশোরগঞ্জ সদরের রাশিদা (৬০)।  

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৯০ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৫০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৫২টি নমুনা পরীক্ষায় ২০৭ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৪ হাজার ৭৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৮১৫ জন।