দেড় ঘণ্টার বৃষ্টিতে ডুবলো ময়মনসিংহের সড়ক ও অলি-গলি

মাত্র দেড় ঘণ্টার বৃষ্টির পানিতে তুলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর অলিগলি-রাস্তাঘাট ও হাট-বাজার। রবিবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত সময়ে হওয়া বৃষ্টির পানিতে মহানগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের ঘরের বাইরে বের হতে বেগ পেতে হয়েছে।

অধিকাংশ বাসাবাড়িতে পানি ঢুকে যাওয়ায় মানুষের রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়। 

মহানগরীর চরপাড়া কফিক্ষেত এলাকার গৃহবধূ রাশেদা জানান, বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢুকে রান্নাঘরের চুলা ডুবে গেছে। এ কারণে সকাল থেকে রান্না বসানো সম্ভব হয়নি। এই পানি নামতে সারাদিন সময় লাগবে বলে জানান তিনি।

জলাবদ্ধতার কারণে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সামনের সড়কে এক হাঁটু পানি জমে থাকতে দেখা গেছে। 

জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেছেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু। তিনি জানান, আগামী শুষ্ক মৌসুমে খাল খননসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেওয়া হবে।