ময়মনসিংহ মেডিক্যালে ১৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জন করোনা পজিটিভ এবং নয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার (১৬ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

করোনা পজিটিভ হয়ে মৃতরা হচ্ছেন– ময়মনসিংহের ভালুকার আমির হোসেন (৭০), গফরগাঁওয়ের শিরিনা (৫০), সিরাজ আলী (৫৫) ও নেত্রকোনার কেন্দুয়ার জম্মাত আলী (৯০)। 

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন– ময়মনসিংহের সদরের সিরাজ আলী (৭৫), রাশেদা (৭০), ধোবাউড়ার আয়েশা (৭৫), ফুলপুরের গিয়াস উদ্দিন (৭৫), গফরগাঁওয়ের নজরুল ইসলাম (৬৫), নেত্রকোনা সদরের রেনু আক্তার (৩৫), রতন মিয়া (৫০), টাঙ্গাইলের ঘাটাইলের সুকুর মাহমুদ (৮০) ও জামালপুর সদরের মরিয়ম আক্তার (৬৫)। 

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৬৩ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭০৮টি নমুনা পরীক্ষায় ১৬৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৯ হাজার ৩৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬২২ জন।