ময়মনসিংহ মেডিক্যালে মৃত্যু কমেছে

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় চার ও উপসর্গে এক জন মারা গেছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে হাসপাতালের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান। 

এর আগে গতকাল সোমবার ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাদের মধ্যে করোনায় চার ও উপসর্গ নিয়ে সাত জন মারা যান। 

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে করোনা ইউনিটে ১৯২ জন এবং আইসিইউতে ১৩ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ৭৮৬টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮.৯৬ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৩৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। আরও সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন।