‘আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত, কখনও বেইমানি করবে না’ 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, মুক্তিযোদ্ধার রক্ত কখনও বেইমানি করে না। বেইমানি করতে জানে না। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত। এই রক্ত কখনও অন্যায়ের কাছে মাথানত করবে না, বেইমানি করবে না, আপস করবে না। এই রক্ত বঙ্গবন্ধুর কথা বলে, শেখ হাসিনার কথা বলে, ১৬ কোটি বাঙালির কথা বলে। এই কণ্ঠস্বর কেউ দাবায়ে রাখতে পারবে না।

মতবিনিময় সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বর্ধিত সভার সময় নির্ধারণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।