সালমান শাহর স্মরণে ভক্তদের দোয়া-মিলাদ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ভক্তরা। সোমবার (৬ সেপ্টেম্বর) বাদ জোহর নগরীর বলাশপুর আকন্দ বাড়ির মোড়ে  প্রয়াত এ নায়কের ভক্ত ওই এলাকার শাহ ইসমাঈল আকন্দ ও তার সহযোগীরা এই দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করেন।

সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ সালমান শাহ’র ভক্ত ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। পরে এলাকাবাসীর মাঝে খাবার বিতরণ করা হয়। 

আয়োজক শাহ ইসমাঈল আকন্দ বলেন, ‘সালমান শাহ শুধু আমার না, দেশের আপামর জনতার প্রিয় চিত্রনায়ক। তিনি মরেও আমাদের মাঝে বেঁচে আছেন। তাই তার জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরই আমরা ভক্তরা দোয়া, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করে থাকি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর দেশের ভক্তদের কাঁদিয়ে মৃত্যুবরণ করেন চিত্রনায়ক সালমান শাহ। তিনি মরেও বেঁচে আছেন সবার মাঝে। সালমানের মৃত্যুবার্ষিকীতে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা কোটি ভক্তরা শ্রদ্ধা জানাচ্ছেন নানা আয়োজনে।

ময়মনসিংহের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু বাংলা ট্রিবিউনকে জানান, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ চিত্র জগতে এসে পুরো সিনেমার দৃশ্যপট পাল্টে দিয়েছিলেন। তার উপস্থিতিতে সিনেমা জগতে এসেছিল আধুনিকতার ছোঁয়া। নতুন প্রজন্ম খুব সহজেই তাকে ভালোবেসে ফেলেছিল। তার মৃত্যুতে ভক্তরা খুবই কষ্ট পেয়েছে। তাই ভক্তরা এখনও তার মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন এবং কর্মসূচি পালন করে আসছে।