বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

জামালপুরে বাবা হত্যার দায়ে শাহিনুর রহমান শাহিন (২৫) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার (৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জের খড়মা খানপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে আবু সাঈদকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করেন শাহিনুর। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আবু সাঈদের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। শাহিনুর দীর্ঘদিন পলাতক থাকার পর ২০১৭ সালের ১০ ডিসেম্বর আত্মসমর্পণ করেন। মামলায় ২৫ জনের মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন।