ময়মনসিংহে আধাঘণ্টার বৃষ্টিতে অলিগলিতে হাঁটুপানি

টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পর আধাঘণ্টার বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি ডুবে গেছে। বৃষ্টির পানি প্রধান সড়ক, হাট-বাজার ও দোকান-পাটে ঢুকে পড়েছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। 

স্থানীয়রা জানায়, বাসায় পানি উঠে পড়ায় মালিকরা ভোগান্তিতে পড়েছেন। সরু ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি ময়লা জমে থাকায় পানি দ্রুত সরতে পারছে না। এতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

সরু ড্রেনেজ ব্যবস্থার কারণে দ্রুত পানি সরতে পারছে না

নতুন বাজার এলাকার বাসিন্দা কামাল হোসেন জানান, আধা ঘণ্টার বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক অলিগলি হাট-বাজার এমনকি বাসায় পানি উঠে পড়েছে। হঠাৎ এভাবে বৃষ্টির পানি উঠে পড়ায় আসবাবপত্রসহ অন্যান্য মালামাল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টির পানি সরতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, নগরীর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে খাল খননসহ নানামুখী প্রকল্প হাতে নেওয়া হবে। এসব প্রকল্প কাজ সম্পন্ন হলে নগরবাসীর দুর্ভোগ অনেকটাই কমে যাবে।