ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে মৃত্যু বেড়েছে

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় এক ও উপসর্গে সাত জন মারা গেছেন। এ পর্যন্ত করোনা ইউনিটে মোট ৯০১ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল রবিবার ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে উপসর্গে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে।

সোমবার (৪ অক্টোবর) সকালে করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১২ জন ভর্তি হয়েছেন। এই ইউনিটে মোট ভর্তি আছেন ৯৯ জন। তাদের মধ্যে আইসিউতে চার জন। এ ছাড়া সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়েছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৩টি নমুনা পরীক্ষায় আট জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ২১ হাজার ১১৮ জন।