এএসপি পরিচয়ে বিয়ের প্রস্তাব দিতে এসে কারাগারে যুবক

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে বিয়ের প্রস্তাব দিতে এসে গ্রেফতার সোলাইমান কবির (৩৫) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোলাইমান কবির শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কুচনিপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে। এর আগে সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তরুণীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সোলাইমান কবিরের ৫ দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন, ফুলপুরের অনার্স পড়ুয়া এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় সোলাইমানের। নিজেকে ৪০তম বিসিএসের এএসপি পরিচয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি। পরে সোলায়মানকে বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিতে বলেন ওই তরুণী। একাই ফুলপুরে বিয়ের প্রস্তাব দিতে আসলে তার কথাবার্তায় সন্দেহ হয় তরুণীর বাবার। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। 

ওসি জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সোলায়মান বলেছেন, তিনি প্রতারণা করে বিয়ের জন্য নিজেকে এএসপি পরিচয় দেন। পরে তার নামে ফুলপুর থানায় প্রতারণা মামলা করে আদালতে পাঠানো হয়।