নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ১৪ 

জামালপুরের বকশীগঞ্জে নাশকতা পরিকল্পনার অভিযোগে জেলা জামায়াতের আমিরসহ ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২০ অক্টোবর) বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ এলাকার জহুরুল হক মেম্বারের বাড়ি সংলগ্ন জামে মসজিদে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে তাদের জামালপুর কোর্টে পাঠানো হয়।

বুধবার সন্ধ্যায় জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বকশীগঞ্জ থানায় এক ব্রিফিংয়ে ১৪ নেতাকর্মীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন জামালপুর জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আদিল ইবনে আউয়াল, জামালপুর জেলা জামায়াতের সদস্য অধ্যাপক আবদুল আজিজ, সদস্য মোহাম্মদ আলী, জামায়াত কর্মী মো. মাহবুব জামী, ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিয়ামত উল্লাহ, হালুয়াঘাট উপজেলার আনিছুজ্জামান ওরফে জুনায়েদ, একই উপজেলার মো. খালেকুজ্জামান, ময়মনসিংহ পাগলা থানার ইসমাইল হোসেন, জামালপুরের মেলান্দহ উপজেলার জুলফিকার আলম, জামালপুর সদর থানার মো. সুলতান ও বকশীগঞ্জ উপজেলার মো. আবদুল মালেক।

ব্রিফিংয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ দাবি করেন, দেশের চলমান পরিস্থিতি উসকে দেওয়া ও সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে ও নাশকতামূলক পরিকল্পনার জন্য গ্রেফতার ব্যক্তিরা প্রথমে পৌর এলাকার নামাপাড়া গ্রামে অবস্থিত শহিদ তিতুমীর আইডিয়াল অ্যাকাডেমিতে বৈঠক করেন। এরপর তারা দুপুরে মালিবাগ এলাকায় অবস্থিত মসজিদে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ বৈঠক করার সময় তাদের আটক করতে সক্ষম হয়।