নির্বাচনের পরও দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

শেরপুরের সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কামারেরচর ইউনিয়নের ৬ নম্বর গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত সুজন, নয়ন ও শাহীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মনসুর আহমেদ জানান, কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনে সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মুক্তার (ফুটবল) ও আহসান হাবিবের (মোরগ) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ কারণে ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। এরই জেরে শুক্রবার সকালে মোস্তাফিজুরের সমর্থকরা আহসান হাবিবের এলাকায় দা, ছুরি, বল্লম, টেঁটা নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার পর পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।