‘মুক্তিযোদ্ধাদের বক্তব্য কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করা হবে’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রতিটি মুক্তিযোদ্ধার বক্তব্য কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করা হবে। উন্নয়ন অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। শনিবার (০৪ ডিসেম্বর) বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলাধীন ‘কামালপুর হানাদারমুক্ত দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, পাকিস্তান আর্মি হাঁটু গেড়ে মাথা নত করে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল। আজকে একশ্রেণির লোক মানবতার কথা বলে। কিন্তু ১৯৭১ সালে হাজার হাজার লাশ দেখেও তাদের মানবতার চোখ খোলেনি। 

ধনুয়া কামালপুর হাইস্কুল মাঠে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।

সভায় স্মৃতিচারণ করেন কথাসাহিত্যিক সাংবাদিক হারুন হাবিব। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব ড. গাজী সাইফুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন প্রমুখ।