টিকা নিয়ে ফেরার পথে স্কুলছাত্রী নিহত

ময়মনসিংহের নান্দাইলে টিকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পেছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে নান্দাইল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম রাজিয়া সুলতানা বন্যার (১৪)। সে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল এবং নান্দাইল উপজেলার বারই গ্রামের খুররম মিয়ার মেয়ে।

জানা গেছে, দুপুরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেয় বন্যা। এরপর চাচাতো ভাই হামিম ইসলামের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। নান্দাইল থানার সামনে পৌঁছালে পেছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পায় সে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যায়। চালক হামিমও গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় কাভার্ডভ্যানচালক এমদাদ হোসেনকে (৩৩) আটক করেছে নান্দাইল থানা পুলিশ।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, চাচাতো ভাই হামিম ইসলামের সঙ্গে বন্যা বাড়ি থেকে টিকা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। টিকা নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ও চাচাতো ভাই হামিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বন্যাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, থানার সামনে হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যান চালক এমদাদ হোসেনকে আটক করেছে।