জামালপুর নার্সিং ইনস্টিটিউটের ৩০ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

জামালপুরে একদিনে নার্সিং ইনস্টিটিউটের ৩০ শিক্ষার্থীসহ ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে এবং র‍্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২১৭টি নমুনা পরীক্ষা করে নার্সিং ইনস্টিটিউটের ৩০ শিক্ষার্থীসহ ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জামালপুর নার্সিং ইনস্টিটিউটের ২৫৩ শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। বাকিদের রিপোর্ট নেগেটিভ।

তিনি বলেন, পাশাপাশি জেলায় আরও নয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৩১১ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৩৯ জন। জেলায় করোনায় মারা গেছেন ৯৫ জন। উন্নত চিকিৎসার জন্য ৪১ জনকে জেলার বাইরে পাঠানো হয়েছে।