জমি নিয়ে বিরোধে মাদ্রাসার অফিস কক্ষে তালা

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ময়মনসিংহ সদর উপজেলার মধ্য বাড়েরার আল কারিমুল বারি রাহমানিয়া দাখিল মাদ্রাসার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন। রবিবার (১৭ এপ্রিল) সকালে অফিস কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। 

স্থানীয়রা জানান, আল কারিমুল বারি রাহমানিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। পাশে রয়েছে মসজিদ এবং ঈদগাহ মাঠ। সম্প্রতি মসজিদ ও মাদ্রাসার মাঠে চারতলা ভবনের নির্মাণের কাজ শুরু হয়। এই জায়গা নিয়ে পাল্টাপাল্টি মামলা হয়েছে আদালতে। নির্মাণকাজ নিয়ে এলাকাবাসীর সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার সকালে জমিদাতা দাবিদার মরহুম আবদুল বারেকের স্ত্রী শামসুন্নাহার সিদ্দিকার পরিবারের লোকজন মাদ্রাসার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।

এ বিষয়ে আল কারিমুল বারি রাহমানিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শাহাবুদ্দিন আহম্মদ বলেন, ‌‘প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে শিক্ষার্থী এবং শিক্ষকরা মাদ্রাসায় এসে দেখেন অফিস কক্ষে তালা ঝুলছে। অফিস কক্ষে একাধিক তালা লাগিয়ে শামসুন্নাহার সিদ্দিকার পরিবারের লোকজন নির্মাণকাজের বালু ও মাটি পুকুরে ফেলে দেন।’ 

তিনি আরও বলেন, ‘অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণের কাজ করা যায়নি। ফরম পূরণ না করে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়। বিষয়টি মাদ্রাসার কমিটির সভাপতি ও সদস্যদের জানানো হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল বলেন, ‘মাদ্রাসার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, মাদ্রাসার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষার্থী এবং এলাকার অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।