‘স্বাধীনতা সংগ্রামে নজরুলের রণসংগীত প্রেরণা জুগিয়েছিল’

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন অধিকারবঞ্চিত শোষিত মানুষকে। আমাদের স্বাধীনতা সংগ্রামে তার রণসংগীত প্রেরণা জুগিয়েছিল।

শুক্রবার (২৭ মে) বিকালে ময়মনসিংহের ত্রিশালে নজরুল একাডেমির নজরুল মঞ্চে কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, ভালুকা আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এতে স্মারক বক্তৃতা করেন জাতীয় কবির দৌহিত্র নজরুল গবেষক খিলখিল কাজী।

প্রতিমন্ত্রী আরও বলেন, নজরুল তার লেখনীর মাধ্যমে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। নজরুলকে নিয়ে দেশ-বিদেশে গবেষণা হচ্ছে। ১৯৭২ সালের ২৪ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ভারত থেকে বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দিয়েছেন। এর মধ্যে বঙ্গবন্ধু এক ইতিহাস সৃষ্টি করেছেন। কবি নজরুলকে নিয়ে আরও গবেষণা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর ত্রিশালে জাতীয়ভাবে নজরুলের জন্মজয়ন্তী উৎসব উদযাপনের সম্ভাবনা রয়েছে। শেষে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।