এবার নেত্রকোনায় একসঙ্গে ৩ শিশুর জন্ম

নেত্রকোনা শহরের মোক্তারপাড়া সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন এক প্রসূতি। এর মধ্যে একজন ছেলে ও দুজন মেয়ে। জন্মের পরপরই ওই তিন শিশুর নাম ‘স্বপ্ন ,পদ্মা ও সেতু’ রাখা হয়েছে উল্লেখ করে দুয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। একই বিষয় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

তবে নামের বিষয়ে নবজাতকদের পিতা শেখ সাদি বলেন, ‘নামের বিষয়ে পারিবারিকভাবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে যারা দেখতে এসেছেন, এমন নিকটাত্মীয় স্বজনসহ পরিচিতজনরা স্বপ্ন ,পদ্মা ও সেতু রাখার কথা বলেছেন। পরিবারের পক্ষ থেকে নামের বিষয়ে এখনও কিছু ভাবা হয়নি।’

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুন) রাতে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তিন শিশুর জন্ম হয়। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসপাতালের ম্যানেজার মো. এনামুল লতিফ বলেন, ‘জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামের প্রসূতি রুমেনা আক্তার হাসি বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতালের চিকিৎসক আফরিন সুলতানা অস্ত্রোপচার করলে ওই তিন শিশুর জন্ম হয়।’