মদনে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেলো যুবকের 

নেত্রকোনার মদনে প্রতিপক্ষের হামলায় হাফিজুল হক চৌধুরী উজ্জ্বল (৩৪) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা ফতেপুর ইউনিয়নের ছালাকান্দা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হাফিজুল ছালাকান্দা গ্রামের এমদাদুল হক চৌধুরীর (ফুল মিয়া) ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছালাকান্দা গ্রামের এমদাদুল হক চৌধুরীর (ফুল মিয়া) লোকজনের সঙ্গে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য ফারুক মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলছে। এ নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের পাঁচটি মামলা চলমান রয়েছে। 

এরইমধ্যে দুপুরে ফারুক মিয়ার বাড়ির সামনে হাফিজুলকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফারুক মিয়ার লোকজন। এ সময় হাফিজুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা তৌহিদ চৌধুরী বলেন, হাফিজুল কয়েকদিন আগে এলএলবি সম্পন্ন করেছেন। সনদ পেতে দেরি হওয়ায় বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার দুপুরে ফারুক মিয়ার বাড়ির সামনে যেতেই তাদের লোকজন হাফিজুলকে কুপিয়ে হত্যা করে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. এ কে এম রিফাত সাঈদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই হাফিজুল হক মারা গেছেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, প্রতিপক্ষের আঘাতে হাফিজুল নামের এক যুবক মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুরিশ তৎপর আছে। সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।