সড়কে জন্ম নেওয়া সেই শিশু ময়মনসিংহ মেডিক্যালে

সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে জন্ম নেওয়া সেই মেয়েশিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) জুলাই রাত ১০টায় মহানগরীর একটি বেসরকারি হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যালে নেওয়া হয়।

এদিকে তার চিকিৎসার জন্য নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

বোর্ডের অন্য সদস্যরা হলেন—শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসম লোকমান হোসেন চৌধুরী, নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম ও নবজাতক বিভাগের সহকারী অধ্যাপক ডা. রকিবুল হক খান। 

মঙ্গলবার দুপুরে মমেক হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে জানান, শিশুটির সমন্বিত চিকিৎসায় উচ্চক্ষমতা সম্পন্ন পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা তার সব চিকিৎসা কার্যক্রম নজরে রাখবেন এবং দেখভাল করবেন।

হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম জানান, সোমবার রাতে শিশুটিকে নবজাতক বিভাগে ভর্তি করা হয়েছে। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সে সম্পূর্ণ সুস্থ আছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে দরিরামপুর সড়কে ট্রাকচাপায় মারা যান রায়মণি গ্রামের জাহাঙ্গীর, তার স্ত্রী রত্না বেগম ও তাদের আড়াই বছরের মেয়ে সন্তান। দুর্ঘটনার সময় আট মাসের অন্তঃসত্ত্বা রত্নার গর্ভ থেকে জন্ম নেয় মেয়েটি। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে সে সেখানেই চিকিৎসাধীন ছিল। সোমবার রাতে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন—

ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রী-সন্তানের

বসতঘরের সঙ্গেই সমাহিত তারা