ধ্বংস করা হলো ৮৩ লাখ টাকার মাদকদ্রব্য 

ময়মনসিংহে আনুমানিক ৮৩ লাখ টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বিজিবি (৩৯ ব্যাটালিয়ন)। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছ বিদেশি মদ, গাঁজা, ভারতীয় ফেনসিডিল ও ইয়াবা।

সোমবার (৮ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে বিজিবি জেলা মাল্টিপারপাস সেড সংলগ্ন মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। 

মাদকদ্রব্য ধ্বংস করার সময় কর্নেল মো. মাহমুদুর রহমান, লে. কর্নেল মো. তৌহিদ মাহমুদ, ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিন, ব্যাটালিয়নের সব কর্মকর্তাসহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. হাফিজুর রহমান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে কর্নেল মো. মাহমুদুর রহমান বলেন, গত কয়েক বছরে ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জব্দ প্রায় ৮৩ লাখ টাকা সমমূল্যের মাদক ধ্বংস করা হয়েছে।