নেত্রকোনায় বিএনপির ৭৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনার সদর ও মদনে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে। দুই মামলায় ৭৯২ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনা মডেল থানায় করা মামলায় ৫৩৩ ও মদন থানায় করা মামলায় আসামি করা হয়েছে ২৫৯ জনকে। দুই মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, নেত্রকোনা মডেল থানায় দায়ের মামলার বাদী হলেন থানার এসআই খন্দকার আল মামুন। মদন থানায় দায়ের মামলার বাদী হলেন এসআই দেবাশীষ।

মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, পুলিশের ওপর আক্রমণ, সরকারি কাজে বাধার অভিযোগে গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে  নির্বাচন করা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনি খানকে প্রধান আসামি করে ৩৩ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, পুলিশ আহতের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলমকে প্রধান আসামি করে ২৫৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।