চার জনের কাছে পাওয়া গেলো ট্রেনের ৪৭ টিকিট

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃনগর ট্রেনের ৪৭টি টিকিটসহ চার কালাবাজারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়।

জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন ধরে ইসলামপুর রেল স্টেশন এলাকায় আন্তঃনগর ট্রেনের টিকিট অতিরিক্ত দামে
বিক্রি করে আসছিল একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এই সময় র‌্যাব সদস্যরা বিভিন্ন ট্রেনের ৪৭টি টিকিটসহ তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতার চার জন হলেন- জেলার মেলান্দহ উপজেলার বিলহাতিজা গ্রামের আবু বক্কর (৬০), ইসলামপুর উপজেলার নটারকান্দা গ্রামের আব্দুর রহিম (৬০), একই এলাকার মুসলিম উদ্দিন (৩২) ও বিল্টু মিয়া (৪২)।

উদ্ধার টিকিটের মূল্য ১৩ হাজার ২৯২ টাকা। গ্রেফতারদের রাতে ইসলামপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।