মা-মেয়েকে হত্যা: মূলহোতা গ্রেফতার

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া গ্রামে মা জোসনা বেগম ও মেয়ে কাজলী আক্তার হত্যাকাণ্ডের মূলহোতা মেহেদী হাসান নিপুলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বাঁশচড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিপুল বাঁশচড়া ইউনিয়নের জামিরা গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা নয়াপাড়া বাদামবাড়ি এলাকার মোস্তফা কামালের মেয়ে কাজলী আক্তারকে জামিরা উচ্চ বিদ্যালয়ে চাকরি নিয়ে দেবেন বলে পাঁচ লাখ টাকা চুক্তি করেন মেহেদী হাসান নিপুল। পরে নিপুলকে চুক্তিবদ্ধ টাকার মধ্যে চার লাখ টাকা দেন।’ 

ওসি আরও বলেন, ‘গত ৩ সেপ্টেম্বর নিপুল ফোনে কাজলীকে তার জামিরা গ্রামের বাড়িতে যেতে বলেন। কাজলী ও তার মা জোসনা বেগম ওই দিন সন্ধ্যায় নিপুলের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে বাঁশচড়া ইউনিয়নের জামিরা এলাকার একটি বাঁশঝাড় থেকে কাজলীর গলাকাটা  লাশ এবং ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় একই এলাকার খাল থেকে মা জোসনার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুরি মমিনবাগ এলাকার আব্দুস সোবহানের ছেলে শামীম হাসান এবং জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জামিরা ফরিদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে মামুন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তারা ঘটনার মূলহোতা বলে নিপুলের নাম জানায়। এ ঘটনায় কাজলীর বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে জামালপুর সদর থানায় হত্যা মামলা করেন।’