এক গ্রামের ইজিবাইক আরেক গ্রামে যাওয়ায় সংঘর্ষ, আহত ৫০

নেত্রকোনার মোহনগঞ্জে এক গ্রামের ইজিবাইক আরেক গ্রামে যাওয়ায় টোল আদায় নিয়ে ইজিবাইক চালকদের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বিরামপুরের স্টেশন এলাকায় ঘটনাটি ঘটেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারকাইশ্যা গ্রামের একটি ইজিবাইক বিরামপুর এলাকা এলাকায় যেতে চাইলে ২০ টাকা টোল দাবি করে। টোল দিতে অস্বীকার করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। 

বিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব বলেন, বিরামপুরের একটি ইজিবাইক ভাড়া নিয়ে বরকাইশ্যা গ্রামে গেলে টোল চাওয়া হয়। এই নিয়ে বাগবিতণ্ডা হয়। এর থেকে বাধে সংঘর্ষ। বারকাইশ্যা গ্রামের লোকজন গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কমপক্ষে ৫০ জন আহত হন। মোহনগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।