গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ায় মায়ের বকা, অভিমানে প্রাণ দিলো মেয়ে

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় মায়ের বকাঝকার পর শতাব্দী দত্ত মনি (১৫) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৮ নভেম্বর) বিকাল ৩টার দিকে গফরগাঁয়ের জামতলা  মোড়ের নিজ বাসায় ‘ডেটল পান’ করার পর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল সাড়ে ৪টার দিকে মারা যায়। সে স্কুল শিক্ষক নির্মল দত্ত ও শিল্পী দত্তের মেয়ে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ জানান, গফরগাঁও খাইরুল্লাহ সরকারি বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শতাব্দী দত্ত সোমবার এসএসসি পরীক্ষার ফলে জিপিএ ৪.৮৭ পেয়ে পাস করেছে। ফল প্রকাশের পর মায়ের প্রত্যাশা অনুযায়ী গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ায় মেয়েকে বকাবকি করেন। রাগে ও ক্ষোভে  মায়ের সঙ্গে অভিমান করে বিকাল ৩টার দিকে নিজের ঘরে থাকা বোতল থেকে ডেটল পান করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 

শতাব্দীর বাবা নির্মল দত্ত বলেন, মেয়ে ছোটবেলা থেকে লেখাপড়ায় খুবই ভালো ছিল। তার মায়ের প্রত্যাশা ছিল, এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাবে। ফলাফল প্রকাশের পর মায়ের প্রত্যাশা পূরণ না হওয়ায় সামান্য বকাঝকা করেছিল। মায়ের বকাঝকা সহ্য করতে না পেরে অভিমান করে ডেটল পান করে মারা যাবে এটা পরিবারের কেউ মেনে নিতে পারছে না। এই ঘটনার পর শতাব্দীর মা শোকে শয্যাশায়ী হয়ে পড়েছে। আমার মেয়ের মতো আর কোনও মেয়ে যেন সামান্য কারণে এভাবে জীবন বিলিয়ে না দেয়।

এদিকে শতাব্দী দত্তের মৃত্যুতে স্কুলের সহপাঠী শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।