৩ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু

বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রামগামী নাসিরাবাদ ৩৮ ডাউন ট্রেনের একটি বগি কেওয়াটখালী এলাকায় লাইনচ্যুত হয়। বগি উদ্ধারের পর বেলা পৌনে ১১টায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানান, সকাল পৌনে ৮টার পর ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ ৩৮ ডাউন ট্রেন কেওয়াটখালী এলাকায় গেলে একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ময়মনসিংহ-ভৈরব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করে। এরপর ট্রেন চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে আবারও বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

চলতি মাসে তিনবার বগি লাইনচ্যুত হওয়ার বিষয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, ‘ট্রেনের বগির সমস্যার কারণে বারবার ট্রেনের লাইনচ্যুত হয়ে পড়ছে। আজকের ট্রেনটি মেরামতের জন্য চট্টগ্রামে নেওয়া হচ্ছিল।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর সকালে ময়মনসিংহের বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ পড়ে। এরপর ১৭ ডিসেম্বর সকালে ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ ৩৮ ডাউন ট্রেনের একটি বগি শম্ভুগঞ্জ এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ে।