শেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত বিরোধে শেরপুরে আব্দুর রফিক (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদরের বাজিতখিলার প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রফিক ওই এলাকার মৃত শাহা ফকির মিয়ার ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের কৃষক আব্দুর রফিকের সঙ্গে দুই একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তার চাচাতো ভাই আঙ্গুর ও কেনা গংদের। এ নিয়ে রফিকের বিরুদ্ধে একাধিক মামলাও করা হয়েছে। বৃহস্পতিবার এক মামলায় আদালত থেকে জামিন নিয়ে আসেন রফিকুল। অপর একটি মামলায় গ্রেফতার হওয়ার ভয়ে রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর বাড়ি ফেরেননি। সকালে বাড়ির পাশের এক কাঠ গাছের বাগানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

রফিকের বড় ভাই সামসুল হক বলেন, ‘দুই একর জমির সঠিক কাগজপত্র থাকার পরও ভুলে চাচাতো ভাই ইয়াকুব ও অন্যদের নামে বিআরএস রেকর্ড হয়। রেকর্ড বাতিলের মামলাও আদালতে চলমান। কিন্তু এরপরও ইয়াকুবের ছেলে আঙ্গুর মিয়া জোরপূর্বক জমি দখল করে রাখে। এই জমি নিয়ে বিরোধে আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

শেরপুর সদর থানার ওসি বছির আহম্মেদ বাদল বলেন, ‘নিহতের শরীরে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি আমরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’