চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু

ছুরিকাঘাতে আহত ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছের (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আনিছুর ফুলবাড়ীয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। এ ছাড়া তিনি ফুলবাড়ীয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন।

গত ২৬ মার্চ বিকালে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় লেলিন মিয়া নামের এক ব্যক্তি নিহত আনিছুরকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। 

নিহতের পরিবারের অভিযোগ, আনিছুর দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। লেলিন একই এলাকার বাসিন্দা। প্রায়ই আনিছুরের কাছে চাঁদা চাইতেন লেলিন। ঘটনার দিনও চাঁদা চান লেলিন। টাকা না দেওয়ায় তাকে ছুরিকাঘাত করেন লেলিন।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আনিছুরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এই মামলার গত ২৮ মার্চ লেলিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।