ময়মনসিংহের দুই হাজার মাঠে হবে ঈদ জামাত

ময়মনসিংহে প্রায় দুই হাজার মসজিদ ও ঈদগাহ মাঠে এবার ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। প্রধান জামাত হবে সকাল ৮টায় নগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে। সেখানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়। এ ছাড়া ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, আকুয়া মার্কাজ মসজিদে সকাল সোয়া ৭টায়, ময়মনসিংহ মার্কাজ মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল সাড়ে ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, জেলাখানা মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে হবে ঈদ জামাত।

জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান বলেন, ‘জেলার প্রায় দুই হাজার মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’