বাংলা ও কোরআন পরীক্ষায় নকল করায় জামালপুরে ৪ শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরে এসএসসির প্রথম দিনের পরীক্ষায় নকল করায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) ১২টায় মেলান্দহ উপজেলায় তিন ও দেওয়ানগঞ্জে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত চার জনের মধ্যে দুজন মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপরজন শিহাটা গমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা তিন জনই ভোকেশনাল শাখার। এ ছাড়া দেওয়ানগঞ্জ উপজেলায় বহিষ্কৃত একজন শিক্ষার্থী মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানম জানান, পরীক্ষায় নকল করায় দুই উপজেলায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সে জন্য প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় জামালপুর জেলায় ৮৬টি কেন্দ্রে ৩৫ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সাধারণে ৫২ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২৬ হাজার ৫৮৮, ভোকেশনালে ২১ কেন্দ্রে চার হাজার ২৩৩ ও মাদ্রাসা থেকে ১৩টি কেন্দ্রে চার হাজার ৮৩৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।