X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

চাকরির জন্য কাগজপত্র জমা দিতে যাওয়ার পথে প্রাণ গেলো এসএসসি ফলপ্রার্থীর

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৪:১৭আপডেট : ২১ মে ২০২৫, ১৪:১৭

মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শাহেদ (১৮) নামে এক এসএসসি ফলপ্রার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছরারকুল এলাকায় ঢাকামুখী লেনে একটি পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ সময় আরও তিন জন আহত হয়েছে।

নিহত শাহেদ উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার বাজিদ তাকিয়াপাড়ার মো. আবুল কালামের ছেলে।

জানা গেছে, মাত্র চার দিন আগে তার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। পরিবারে অভাব-অনটন, তাই একটি চাকরির সন্ধান করছিল কিশোর মো. শাহেদ। স্থানীয় একটি কারখানায় চাকরির ব্যাপারে সহযোগিতা করবেন জানিয়ে শাহেদের কাছে তার শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছিলেন পরিচিত এক ব্যক্তি। একটি মোটরসাইকেলে করে তাকে এসব কাগজপত্র জমা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় শাহেদের।

পরিবার সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে শাহেদ। গতকাল দুর্ঘটনার সময় শাহেদের সঙ্গে মোটরসাইকেলে তার আরও তিন বন্ধু ছিল। তারাও দুর্ঘটনায় আহত হয়েছে। তারা একই এলাকার বাসিন্দা এবং সবাই এসএসসির ফলপ্রার্থী।

বুধবার সকালে নিহত শাহেদের বাড়িতে গিয়ে দেখা যায়, টিনের চালা আর বাঁশের বেড়ার দুই কক্ষের একটি ঘর শাহেদদের। সেই ঘরের দরজায় ও উঠানে বসে আহাজারি করছিলেন শাহেদের দাদি মনোয়ারা বেগম, মা স্বপ্না বেগমসহ অন্য স্বজনরা। কথা হয় শাহেদের মা স্বপ্না বেগমের সঙ্গে। তিনি জানান, স্বামী কালাম, ছেলে শাহেদ, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সামিয়া আক্তার ও শ্বশুর-শাশুড়ি নিয়ে তার সংসার। স্বামী গাছের ব্যবসা করে সংসার চালান। পাহাড়ের কোলে দুর্গম এলাকায় বাড়ি হওয়ায় ছেলেমেয়েদের পড়াশোনার সুবিধার জন্য স্থানীয় নিজামপুর বাজারে ছোট একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।

স্বপ্না বেগম আরও বলেন, ‘আমার ছেলে খুব মেধাবী ছিল। সংসারে অভাব দেখে এসএসসি পরীক্ষার পর অবসরের সময়টায় একটা চাকরি করতে চেয়েছিল। গতকাল সন্ধ্যায় প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে একজনের সঙ্গে দেখা করতে যাবে বলে ঘর থেকে বের হয়। সেই যে গেল, আমার সোনার টুকরা ছেলেটা আর ফিরে আসেনি। সড়কে ট্রাক ওর মাথা থেঁতলে দিয়েছে।’ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় শাহেদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান স্বপ্না বেগম।

শাহেদের সঙ্গে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাঁর বন্ধু আরাফাত হোসেন ভূঁইয়া বলেন, ‘শাহেদ পড়াশোনায় বেশ ভালো ছিল। একজন তাকে বলেছিলেন মীরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চাকরি পেতে সহযোগিতা করবেন। তাকে কাগজপত্র দিতে গতকাল সন্ধ্যায় নিজামপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বড়তাকিয়া বাজারের দিকে যাচ্ছিল শাহেদ। পথে তাকে একটি ট্রাক চাপা দেয়। শাহেদের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’

কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক আজম বলেন, ‘মহাসড়কের ছরারকুল এলাকায় দুর্ঘটনায় নিহতের বিষয়টি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
ভাইয়ের লাশ আনতে গিয়ে, লাশ হলেন আরও দুই জন
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’