যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দির যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সোমবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে কারখানার অ্যামেনিয়া প্ল্যান্টে ত্রুটি দেখা দিলে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

কারখানার মহাব্যবস্থাপক মো. শহিদুল্লাহ খান বলেন, ‘কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের সিলিং গ্যাস কম্প্রেসারে হঠাৎ ত্রুটি দেখা দেয়। ফলে উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামতের কাজ করছে কারিগরি দল। ত্রুটিটি সারিয়ে সকালের মধ্যে উৎপাদন শুরু হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯১ সালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা স্থাপন করা হয়। দক্ষিণ এশিয়ার বৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনের প্রতিষ্ঠান এটি। শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিক টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় এখন সেটা ১ হাজার ৩০০ মেট্রিক টনে নেমেছে।

গত বছরের জুন মাসে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় গত ২১ জুন থেকে উৎপাদন বন্ধ ছিল। কয়েক মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে ওই বছরের ১৮ ডিসেম্বর থেকে আবার উৎপাদন শুরু হয়।