X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

৪০৮ বস্তা সারসহ ট্রাক আটক

রংপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৮

কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা ৪০৮ বস্তা সারসহ ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় হাফিজুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় ডিবি পুলিশের উপ-কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রংপুর নগরীর নতুন ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি হলুদ রঙের ট্রাকে রাখা ৩৭৩ বস্তা টিএসপি এবং ৩৫ বস্তা পটাশ সার জব্দ করা হয়।

আটক হাফিজুর রহমান এ ঘটনায় সারের মালিক হাফিজুর রহমানকে (৩৫) আটক করা হয়। আটক হাফিজুর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ের কালীকাপুর গ্রামের মৃত আব্দুল হারেসের ছেলে। জব্দ সারের আনুমানিক মূল্য ৫ লাখ ৩০ টাকা ৪০০ টাকা।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, জিজ্ঞাসাবাদে হাফিজুর রহমান জানান, জব্দ সার পীরগঞ্জের সার ডিলার আনিসার রহমান ও রফিকুল ইসলাম, মিঠাপুকুরের ডিলার মোস্তাক আলী, পীরগাছার ডিলার আশিকুর রহমান, তরিকুল ইসলাম, রঞ্জু মিয়া, তারাগঞ্জের ডিলার মোজাহেদুল ইসলাম এবং রংপুরের ডিলার ফিরোজ আলমের কাছ থেকে কিনেছেন কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে। রংপুরে ভরা আমন মৌসুমে সারের তীব্র সংকট চলছে। সে কারণে সারগুলো ট্রাকে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

এ ঘটনায় সার ব্যবসায়ী হাফিজুর রহমানসহ পলাতক সার ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. কফিল উদ্দীনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
৮৫০ কোটি টাকা ব্যয়ে এক লাখ টন সার কেনার সিদ্ধান্ত
৩০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
৭০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই
অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই
গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানালেন খালেদা জিয়া
গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানালেন খালেদা জিয়া
বিদায়ী অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার
বিদায়ী অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট