জামালপুরে মিছিল থেকে বিএনপির প্রবীণ দুই নেতাকে গ্রেফতার

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির দুই প্রবীণ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের কাচারি পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- ইসলামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন (৭০) ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজম-উদদৌলা পালোয়ান (৬৫)।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির ৯ নেতাকর্মীসহ সারা দেশে হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার ও মিথ্যা গায়েবি মামলার প্রতিবাদ ও খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিলের পর পৌর শহরের ধর্মকুড়া বাজারের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরে কাচারি পাড়া মোড়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভার শেষ মুহূর্তে পুলিশ বিনা উসকানিতে নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এ সময় অন্যান্য নেতাকর্মীরা দৌড়ে পালালেও আটক হন দলের প্রবীণ নেতা।

পারিবারিক সূত্র জানিয়েছে, আটক দুই জনই হৃদরোগ ও ডায়াবেটিসের রোগী।

ইসলামপুর থানার ওসি মো. মাজেদুর রহমান বলেন, তারা দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল শেষে শহরের কাচারি মোড়ে জনমনে ভয়ভীতি সৃষ্টি ও নাশতা সৃষ্টির জন্য অবৈধ ভাবে সমবেত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে।