বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

জামালপুরের বকশীগঞ্জ পৌর শাখা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। রবিবার রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিতের এ ঘোষণা দেওয়া হয়। সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. জালাল উদ্দিন বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘গত ১৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে বিতর্কিত একটি অনুষ্ঠানের আয়োজন করে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ। যা দলের মাঝে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা। ওই অনুষ্ঠান স্থগিত করতে আপনাকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার পরও অনুষ্ঠানটি করেছেন। এই কর্মকাণ্ড সংগঠনের ঊর্ধ্বতন শাখার নেতৃত্বের নির্দেশনা অবজ্ঞা করার অপচেষ্টা মাত্র। এই কারণে গত ১৮ আগস্টে দেওয়া উপজেলা আওয়ামী লীগের নোটিশের জবাবে আপনি বলেছেন, অনুষ্ঠান শুরুর আগে যদি বন্ধের নির্দেশনা পেতেন, তাহলে অবশ্যই স্থগিত করতেন বলে স্বীকার করেছেন। আপনার এই জবাবে সন্তুষ্ট নয় উপজেলা আওয়ামী লীগ। সেইসঙ্গে ১৫ আগস্ট বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভাতেও পৌর আওয়ামী লীগের কেউ অংশগ্রহণ না করায় বিষয়টিকে দলের ঊর্ধ্বতন শাখার প্রতি আনুগত্যহীনতার বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৬২ (১) নম্বর ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ পৌর শাখার বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। কমিটির সাম্প্রতিক সাংগঠনিক তৎপরতার মধ্যে ঊর্ধ্বতন শাখার আদেশ ও দিকনির্দেশনা প্রতিপালনে অবজ্ঞা প্রদর্শন এবং দলে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং অপতৎপরতার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় সংগঠনের সার্বিক স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগ, বকশীগঞ্জ পৌর শাখার সকল সাংগঠনিক কর্মকাণ্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হলো। বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

এ বিষয়ে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি দায়িত্ব পাওয়ার পর থেকে পৌর আওয়ামী লীগের সঙ্গে কোনও বিষয়ে সমন্বয় করেনি।’